FGC সম্পর্কে

ফেনী সরকারী কলেজ বাংলাদেশের ফেনী জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ফেনী শহরে অবস্থিত। এটি  বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত।
  

প্রতিষ্ঠার পটভূমি

১৯১৮ সালের দিকেই কলেজটি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়। ১৯২২ সালে খান বাহাদুর বজলুল হক একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন এবং তখন থেকেই মূলত কলেজটির যাত্রা শুরু হয়। কলেজটি প্রতিষ্ঠা ও পরিচালনায় আরো রয়েছেন, মহেন্দ্র কুমার ঘোষ, কালীচরণ নাথ, এনায়েত হাজারী, কলেজ প্রতিষ্ঠানকালীন অধ্যক্ষ বীরেন্দ্র ভট্টাচার্য এবং তত্পরবর্তী অধ্যক্ষ অম্বিকাচরণ রক্ষিত রায়বাহাদুর। ১৯৭৯ সালের মে-এ কলেজটি জীতয়করণ হয় এবং ১৯৯৭ সালে অনার্স কোর্স চালু করা হয়।
  

বিভাগ সমুহ

 ফেনী সরকারী কলেজে বর্তমানে ১৬টি বিষয়ে অনার্স কোর্স ও ৪টি বিষয়ে মাস্টার্স কোর্স রয়েছে। এই কলেজে বর্তমানে অধ্যয়নরত ছাত্র- ছাত্রীর সংখ্যা প্রায় ১৬ হাজার। ২০১২ সালে এইচ.এসসিতে গড় পাশের হার ছিল ৮২.৩১% এবং জি.পি.এ- ৫ পেয়েছে ১০৭ জন । তাছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে মেধাতালিকায় ১১তম স্থান লাভ করে। ২০১৩ সালে এইচ.এসসি তে গড় পাশের হার ছিল ৮৩.৪৭% এবং জি.পি.এ- ৫ পেয়েছে ১৩২ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান লাভ করে।

No comments:

Post a Comment

ধন্যবাদ...... :) :)